আর্দশ কর্মাশিয়াল কাপড়:
কিছু আর্দশ কর্মাশিয়াল কাপড় যাহা গার্মেন্টস তৈরীতে প্রায়ই ব্যবহার করা হয়ে থাকে, উহাদের সম্বন্ধে নিম্নে কিছু সংক্ষিপ্ত আলোচনা করা হল –
১. জিনস (Jeans):
উহা মূলত ওর্য়াপ ফেসড টুইল কাপড়, কার্ডেড কটন সূতা দ্বারা তৈরী করা হয়, ড্রিল কাপড় অপেক্ষা হালকা এবং টুইল লাইনগুলিও বেশ মিহি। টুইল লাইনগুলি নিচের দিকের ডান প্রান্ত হতে উপরের দিকে বাম প্রান্তে বিস্তৃত। কিছু কিছু ক্ষেত্রে S এবং Z পাকের সুতা ব্যবহার করে সেডো (Shadow) স্ট্রাইপো তৈরী করা হয়। এরূপ কাপড় সাধারণত সলিড কালার ও প্রিন্টেড হয়ে থাকে এবং কখনো কখনো মার্সিরাইজ করা হয়। স্পোর্টস ওয়্যার, ওয়ার্ক ওয়্যার, করছেট, ডাক্তার ও নার্সদের ইউনিফর্ম, বাচ্চাদের প্লে স্যুট ও ইন্ডাষ্ট্রিয়াল কাজে জিনস কাপড় ব্যবহার করা হয়। একটি জিনস কাপড়ের স্পেসিফিকেশন দেওয়া হল।
৩০ x ৩০ (টেক্স) x ৫৮” কটন টুইল/৩৬ x ২৬ (প্রতি সে:মি:)